রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মী ও বাড়ীওয়ালীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের বিরুদ্ধে।
এর প্রতিবাদে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে যৌনপল্লীর প্রধান গেট সংলগ্ন দৌলতদিয়া রেলস্টেশন চত্বরে বিক্ষোভ করেছে যৌনকর্মীরা।
যৌনকর্মীরা জানায়, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যৌনপল্লীতে লোকজনের আনাগোনা খুবই কম। এ অবস্থায় আমাদের আয় রোজগার নেই বললেই চলে। তার উপর স্থানীয় কয়েক যুবক চেয়ারম্যানের নামে চিঠি দিয়ে চাঁদা দাবি করছে। যেখানে আমরাই খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করছি, সেখানে চাঁদা দিবো কোথায় থেকে।
এ প্রসঙ্গে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, যৌনপল্লীতে কেবা কারা আমার নামে চিঠি দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করেছে তা আমি জানি না। এমনকি তারাও আমাকে জানায়নি। তবে গত সোমবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে দৌলতদিয়া ইউনিয়নকে মাদক মুক্ত করার ঘোষণা দেয়ায় আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি জানান।