শক্তিশালী ভারতের বিরুদ্ধে জয় নিয়ে নারী অনুর্ধ্ব-১৯ সাফ ফুটবলের ফাইনালের পথে এগিয়ে গেলো বাংলাদেশ। খেলার শুরুর ৭ মিনিটে সৌভাগ্যের প্নাল্টি শুটে গোল করে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশের নারীরা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই প্রথম গোলে পিছিয়ে পড়ে ভারতীয় দল। গোল পরিশোধের জন্য ভারতীয় দল যার পরনাই লড়েও কাঙ্খিত গোলের দেখা পায়নি। তবে বেশ কয়েকবার বাংলাদেশ দলের রক্ষণভাগকে প্রতিপক্ষের আক্রমণ সামলতে ব্যতিব্যস্ত থাকতে হয়েছে। ভারত দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা প্রথমার্ধে তিন-তিনটি জোড়ালো শট নিলেও বাংলাদেশের দেশের গোল রক্ষক অনমনীয় দৃঢতায় তা মোকাবেলা করেন।
খেলার দ্বিতীয়ার্ধে লাল-সবুজের দল গোলের ব্যবধান বাড়াতে কম চেষ্টা করেনি, কিন্তু দ্বিতীয় গোল করার মতো স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। ভারতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড়রা কোন না কোন ভাবে আক্রমণ গুলো প্রতিহত করেন। শেষ পর্যন্ত এক গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিক দলকে।