সহনশীলতা, নৈতিকতা এবং মূল্যবোধ চর্চায় নারী উন্নয়ন শক্তি’র কার্যক্রম

ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সহনশীলতা নৈতিকতা এবং মূল্যবোধের সংস্কৃতির প্রকাশ ও উন্নয়নের লক্ষ্যে আটদিনব্যাপী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন-এর সহায়তায় ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের অর্থায়নে আট দিনের এই আয়োজনটি বাস্তবায়ন করছে নারী উন্নয়ন শক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনসহ এলাকার নির্বাচিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো উপস্থিত ছিলেন নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন এবং উপদেষ্টা ড. সুলতান মুহম্মদ রাজ্জাক।

দৌলতপুর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় দশ হাজার নারী-পুরুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Print Friendly

Related Posts