মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রসের সঙ্গে চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর তৈরির দায়ে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঝিটকা, মজমপাড়া, হাপানিয়া ও গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল বলেন, চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরি করছে এমন সংবাদের ভিত্তিকে জেলা প্রশাসকের নির্দেশে হরিরামপুর উপজেলায় ভোর থেকে অভিযান পরিচালনা করি। অভিযানে এ অভিযোগের সত্যতা পাওয়ায় ঠাকুরপাড়া এলাকার সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা, হাপানিয়া এলাকার রমজান মিয়াকে ৪ হাজার টাকা ও মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এক মণ রসের সাথে এক মণ চিনি ও চুন দিয়ে দুই মণ খেজুরের ভেজাল গুড় তৈরি করছে রাজশাহী থেকে আগত কিছু মৌসুমি গুড় ব্যবসায়ী। গুড়গুলোও রাখা হচ্ছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। পুনরায় এই প্রক্রিয়ায় গুড় তৈরি না করতে তাদের সতর্ক করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান ও ব্যাটালিয়ন আনসাররের সদস্যরা।
জেডএইচসি/মানিকগঞ্জ