বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

খান মাইনউদ্দিন, বরিশাল : বরিশালে হলুদ অটোগাড়ির বৈধতা ও চলাচল করতে দেয়া, সকল চালকদের লাইসেন্স প্রদান, অটোগাড়িসহ ইজিবাইক নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা, যখন-তখন হলুদ অটোগাড়ি আটক বন্ধ করা এবং নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাঁচার সুযোগসহ ৭ দফা দাবিতে সরকার সমর্থিত বরিশাল জেলা ও মহানগর ব্যাটারীচালিত (হলুদ অটোরিকশা) শ্রমিক সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রাখাল বাবুর পুকুড় নামকস্থানে ৭ দফা দাবী আদায়ের লক্ষে এই সমাবেশ করে।

বরিশাল মহানগর (অটোরিকশা) শ্রমিক সংগঠনের সভাপতি মোশারেফ গাজির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লতিফ সিকদার লেদু, সহ সভাপতি জামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার,কোষাধাক্ষ জামাল গাজি, হোটেল শ্রমিক লীগ সভাপতি সাঈদ আহমেদ প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি সড়কস্থ বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক প্রর্যায়ে মেয়র বাস ভবনে না থাকায় তারা পুনরায় মিছিল নিয়ে মেয়রের দাপ্তরিক কার্যলয় এনেক্স ভবনে গিয়ে তার কাছে স্মারকলিপি প্রদান করেন বলে সাধারণ সম্পাদক লতিফ সিকদার লেদু বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly

Related Posts