আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২২ পালন করল ডরপ

আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২২ পালন করেছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূওর – ডরপ।

এ উপলক্ষে গত ২৪ জানুয়ারি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ডরপ’র প্রধান কার্যালয়ে এক মুক্ত আলোচনার আয়োজন করে।

এ বছর আন্তর্জাতিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবর্তনশীল গতিপথ রূপান্তরিত শিক্ষা’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র অর্থ ও প্রশাসন পরিচালক মোঃ হায়দার আলী খান।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শৌল বৈরাগী সূচনা বক্তব্যে আন্তর্জাতিক শিক্ষা দিবসের সূচনা, গুরুত্ব, এসডিজি ৪ এর ৭টি লক্ষ্য অর্জন এবং বাংলাদেশের করণীয় বিষয়ে ধারণা প্রদান করেন।

পরবর্তীতে আন্তর্জাতিক শিক্ষা দিবসের গুরুত্ব, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেয়াসহ বিস্তারিত আলোচনা করেন সৌরভ মাহমুদ, আব্দুল মালেক, মোঃ কামালউদ্দিন, মোঃ মাজহারুল, সামছুন নাহার প্রমুখ।

সকলের বক্তব্যে দু’টি বিষয়ের গুরুত্ব উঠে আসে। যথা- শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করা এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক ষ্টান্ডারে নিয়ে যাওয়া।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি দিবসের প্রতিপাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘বিভিন্ন কারণে আমাদের গতিপথ পরিবর্তন হচ্ছে এবং হয়ে থাকে। আর দ্বিতীয়তঃ করোনা মহামারি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো পরিবর্তন হতে বাধ্য করেছে। কিন্তু সবকিছু মেনে নিয়ে আমাদের রূপান্তরমুখী শিক্ষায় এগিয়ে যেতে হবে।’

পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনা শেষ করেন।

উল্লেখ্য যে এ আলোচনায় ডরপ’র ৬০ এর অধিক বিভিন্ন লেভেলের কর্মকতা অংশগ্রহণ করেন।

Print Friendly

Related Posts