বেতাগীতে মানুষের ঢল, হাদিসুরের মরদেহ নিজ বাড়িতে দাফন

ইফতেখার শাহীন: নিহত বাংলাদেশী প্রকৌশলী  হাদিসুর রহমানের মরদেহ বরগুনার বেতাগী হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা শেষে সকাল পৌনে ১১ টায় দাফন কাজ সম্পন্ন হয়। তার মর্মান্তিক  মৃত্যুর ১৩ দিন পরেও বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতের লাশ একনজর দেখতে উপজেলার আশ পাশের এলাকা থেকে আগত মানুষের ঢল নামে গ্রামের বাড়িতে। সোমবার রাত ৯ টা ৪৩ মিনিটের সময় স্বজনরা ঢাকা থেকে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে তার পিতা মাতা আত্মীয়-স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন। হাদীসুরের বিভিন্ন স্মৃতির কথা বলে বিলাপ করতে থাকেন। মুখমন্ডল বিকৃত হওয়ায় মরদেহ কাউকে দেখানো হয়নি ।

জানাজায় অংশ নিতে ও  নিহত প্রকৌশলী হাদীসুরের বাড়িতে তাঁর স্বজনদের শান্তনা দিতে আসেন বরগুনা-১ আসনের এমপি এডভোকেট ধীরেন্দ্র দেব নাথ শম্ভু, বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email

Related Posts