সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের সিদ্ধেশ্বরী বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র মো. রায়হান এখন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রায়হান জানান, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিদ্ধেশ্বরী কলেজের অফিসের ফোন থেকে কেউ একজন ফোন করে বলে তোমার কলেজে কিছু অফিসিয়াল কাজ আছে, কিছু ইনফরমেশন গ্যাপ আছে- তোমাকে জরুরী কলেজে আসতে হবে। ফোন পেয়ে তিনি কলেজে গেলে কলেজেরই একজন ছাত্রলীগ নেতার নেতৃত্বে ২৫-৩০ জন তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে মারতে মারতে বলে তোকে মেরে ফেলার নির্দেশ আছে।

রায়হান দৌড়ে রাস্তায় এলেও সেখানেও মারধর করে। পকেটের টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একসময় সংজ্ঞাহীন হয়ে পড়লে পথচারীরা তুলে হাসপাতালে নিয়ে যায়।

রায়হান জানান, তিনি ভোলা ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নিকটাত্মীয় হওয়ায় তার উপর এই হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts