আওয়ামী লীগ কর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারে নিন্দা

লালমোহন (ভোলা) সংবাদদাতা: লালমোহন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মী ফকরুল আলম ফয়সালকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। একই সাথে তাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মো: হোসেন হাওলাদার ও ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারসহ লালমোহন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবি, ফকরুল আলম ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। ২০০১ সালে তার ওপর নির্মম অত্যাচার হয়েছে। তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বিএনপির দেয়া রাজনৈতিক মিথ্যা মামলায় কয়েক বার জেল খেটেছেন। এবারের গ্রেফতারে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদ ও নিন্দা প্রকাশ জানিয়েছেন তার নি:শর্ত মুক্তি দাবি করেছেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযোগ করে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন (লালমোহন-তজুমদ্দিন) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সক্রিয় সমর্থক হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়সালকে আলতে পাঠানো হয়।
এই বিষয় জানতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Print Friendly

Related Posts