এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্ট স্কুলের খুশবুর স্বর্ণপদক লাভ 

উজবেকস্তানের তাসখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৩ এর বালিকা অনুর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার  রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের  গ্রেড  ফাইভের ছাত্রী ওয়ার্শিয়া খুশবু স্বর্ণ  পদক লাভের গৌরব অর্জন করেছে।
একই প্রতিযোগিতায় রেপিডে  মহিলা ক্যান্ডিডেট মাস্টার (WCM) ওয়ার্শিয়া  খুশবু রৌপ্য পদক পেয়েছে।
স্ট্যান্ডার্ড দাবায় ৯ খেলায় সাত পয়েন্ট পেয়ে কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারার সাথে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক পান। ১৯ জুলাই বুধবার নবম বা শেষ রাউন্ডের খেলায় সাউথ পয়েন্টের এ শিক্ষার্থী খুশবু উজবেকস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সাথে ড্র করে।  এ ইভেন্টে ভারত, কাজাকস্তান, রাশিয়া, উজবেকস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্থান, শ্রীলংকা ও উজবেকস্তানের ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া  খুশবু স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জ পদক পায়।
অসিত/ঢাকা
Print Friendly, PDF & Email

Related Posts