গাজীপুরের রাজবাড়ীতে ১০ দিন ব্যাপি বৃক্ষমেলা

গৌরাঙ্গ শীল, গাজীপুর প্রতিনিধি:  গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্ম দেশ গড়ি। এই শ্লোগানে গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।মেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ী মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ২১ শে জুলাই ১০ দিন ব্যাপি মেলা উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এ প্রত্যয় নিয়ে দেশের সকলের বৃক্ষ রোপন অভিযানের সামিল হওয়া উচিত। বৃক্ষরোপন কর্মসূচি সর্বপ্রথম বাংলাদেশ ও বঙ্গবন্ধু শুরু করেছিলেন। বর্তমান বাংলাদেশ সরকার, নানা প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।
এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামিম, ইঞ্জিনিয়ার রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
মেলায় ৪৮টি স্টল রয়েছে। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ঢাকা বন বিভাগের আয়োজনে ও গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
Print Friendly, PDF & Email

Related Posts