বাঁধনের গানে ভোলা মাতোয়ারা

মনিরুল ইসলাম, ভোলা॥ আগমনি শীতের হাস্কা হিমেল বাতাস, কুয়াশাচ্ছন্ন মাঠ, বিভিন্ন আলোক সজ্জার ঝলক আর মাঠ ভর্তি উচ্ছাসিত দর্শকের অপেক্ষা প্রিয় শিল্পীর গান শোনার। সব অপেক্ষর অবসান ঘটিয়ে শুরু হলো গান, মেতে উঠলো দর্শক। আনন্দ উচ্ছাসে মাতোয়ারা,  গানের তালে তালে শিল্পীর সঙ্গেই গেয়ে উঠছেন দর্শকরা। এ চিত্র ভোলার সংগীত শিল্পী তালহা তালুকদার বাঁধনের এক সংগীতানুষ্ঠানের। ‘এক সন্ধ্যায় একা বাঁধন’ শিরোনামের সংগীতানুষ্ঠানে।

‘মাটি দ্যা মিউজিক্যাল ট্রুপ’ এর আয়োজনে শহরের বাংলা স্কুল মাঠে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টানা গভীর রাত পর্যন্ত গানের সুরের মূর্ছনায় হারিয়ে যান হাজারো দর্শক। তরুন-তরুনী সহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বাধ ভাঙ্গা আনন্দে মেতে উঠে।

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ একটা ছিলো সোনার কন্যা মেঘ বরন কেশ, কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে’ ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ ও টিকা টুলির মোড়ে একটা হল রয়েছে’ সহ বেশ কিছু  জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তালহা তালুকদার বাঁধন।

বাঁধনের গানের পরেই আমন্ত্রিত অতিথি শিল্পী হিসাবে মঞ্চে আসেন দেশ বরেন্য কবি ও সংগীত শিল্পী হাসান মাহমুদ। তিনি ‘ওরে নীল দরিয়া আমায় দেরে দে  ছাড়িয়া এবং ‘আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার’ গান পরিবেশন করেন। সমুদ্র ব্যান্ডের প্রধান ব্যান্ড তারকা আসিম আলতাফ গেয়েছেন ‘লাক ভেলকি লাগ রে, লাগ ভেলকি লাগ’ সহ জনপ্রিয় ৩টি গান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক মো: সেলিম রেজা, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, মাহমুদুর রহমান, জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম কিবরিয়া জাহাঙ্গির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, প্রবীন সাংবাদিক এমএ তাহের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু ও জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন, আক্তার হোসেন। এরআগে বিয়ে বাজার, মাটি দ্যা মিউজিক্যাল ট্রুথসহ বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে বাঁধকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাটি দ্যা মিউজিক্যাল ট্রুপ এর সভাপতি স্বাতী করঞ্জাই।

Print Friendly, PDF & Email

Related Posts