হরতাল ঘোষণার পর থেকে রাজধানীতে অর্ধশত গাড়িতে আগুন

রাজধানীর মোহাম্মদপুর, বায়তুল মোকাররম ও তাঁতিবাজারে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ভাষ্য, হরতাল চলাকালে রবিবার (২৯ অক্টােবর) সকালে এসব বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ওসি মো. মাহফুজুল হক বলেছেন, ‘মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভোরে স্বাধীন পরিবহন এবং সকাল ১০টার দিকে প্রজাপতি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।’

এছাড়া সকাল ৯টার দিকে তাঁতিবাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি মিরপুর থেকে যাত্রাবাড়ীতে যাচ্ছিল।

এছাড়া টঙ্গীতে বিআরটিসির একটি দোতলা বাস পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

শনিবার বিকালে হরতাল ঘোষণার পর থেকে রাজধানীতে অর্ধশত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

Print Friendly, PDF & Email

Related Posts