নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে রাস্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ইপিজেড ফায়ার স্টেশনে ফোন করে আগুনের কথা জানানো হয়।
এর আগে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। রোববার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে ১টা ১৫ মিনিটের দিকে আগুন নেভায়।
অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান, আগারগাঁও, যাত্রাবাড়ী এবং শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে রাজধানীতে মোট আটটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।