রাতে রাজধানীতে ৪ বাসে আগুন, এর আগে ১৭ দিনে পুড়েছে ১৩৭ যানবাহন

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে মোট ৪টি বাসে আগুন দেওয়া হলো।

মঙ্গলবার রাত ১১টা ৩ মিনিটে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।ওই বার্তায় জাননো হয়, কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৯টা ২৮ মিনিটে বিআরটিসি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত সাড়ে ৮টা ২৫ মিনিটে মিরপুর বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

১৭ দিনে ১৩৭ যানবাহনে আগুন, বেশি ঢাকায়

এর আগে, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে রাজধানীসহ সারাদেশে ১৩৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাসের সংখ্যা ৯৪। গড়ে প্রতিদিন পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাস ছাড়াও অগ্নিসংযোগের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান, পিকাপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহন রয়েছে। সবচেয়ে বেশি অগ্নিসংযোগ করা হয়েছে ঢাকায়। সিলেট বিভাগে কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

তবে ফায়ার সার্ভিস যে ১৩৭টি যানবাহনে আগুনের কথা বলছে, প্রকৃতপক্ষে এর চেয়ে বেশি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারণ, রাজধানীতেই দেখা যায়– গাড়িতে আগুন দেওয়া হয়েছে, অথচ ফায়ার সার্ভিসকে খবর পাওয়ার আগেই স্থানীয় লোকজন পানি দিয়ে নিভিয়ে ফেলেছেন। যে কারণে সেসব আগুনের ঘটনা ফায়ার সার্ভিসের তালিকায় ওঠেনি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, তাদের বাস পুড়েছে ১০২টি।

 

Print Friendly

Related Posts