ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেছেন বরগুনার সিভিল সার্জন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোশাররফ হোসেন, বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এটিএন বাংলার বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদের, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুল আলম মাননু, চ্যানেল আই টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু।
এছাড়াও প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন বরগুনা জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ছিলেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক খান সালামত উল্লাহ।