শায়েস্তাগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস পালিত

ছবি : সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।

আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রনবীর পাল চৌধুরী, সাধারণ সম্পাদক ম ম হাবিবুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সফিকুর রহমান, মোছা. জ্যোস্না বেগম, সদস্য সিতার মিয়া, মো. সাইদুর রহমান সৈয়দ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাদ বিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুনীল দেব রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক রিপোর্টার্স ক্লাব সভাপতি মো. মামুন চৌধুরী, সিসিডিএ’র প্রোগ্রাম অফিসার সমীরন্দ্র সরদার প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, দুর্নীতি প্রতিরোধে মানুষকে নৈতিক জীবন-যাপনে উদ্বুদ্ধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি-পর্যায়ে কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা খুব দরকার। এজন্য বিদ্যমান আইনকানুন, নিয়মনীতির সঙ্গে দুর্নীতি দমনকে একটি আন্দোলন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে।

 

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts