বাগানের তাজা চা ক্রেতাদের হাতে তুলে দিতে চন্ডিছড়ায় বিক্রয় কেন্দ্র উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বাগানের তাজা পাতা ক্রেতাদের হাতে তুলে দিতে চন্ডিছড়ায় চা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডি মাজার সংলগ্ন এলাকায় ন্যাশনাল টি কোম্পানির চা বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন হয়।

এর উদ্বোধন করেন ন্যাশনাল টি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসা।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, মহাব্যবস্থাপক মো. কেরামত আলী, উপ-মহাব্যবস্থাপক কাজী এমদাদুল হক, চন্ডিছড়া চা বাগান ব্যবস্থাপক মো. ইউসূফ খান, তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক দ্বীপন কুমার সিংহ, টি প্যাকেজিং ব্যবস্থাপক নূর হোসাইন, সাতছড়ি ডিভিশনের সহকারী ব্যবস্থাপক হোসাইন উদ্দিন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলসহ চা বাগান পঞ্চায়েত নেতা ও শ্রমিকরা।

বাগান ব্যবস্থাপক মো. ইউসূফ খান জানান, চন্ডি মাজার সংলগ্ন এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটকসহ জনসাধারণ আসেন। তাই ন্যাশনাল টি কোম্পানির উদ্যোগে চা বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে। কোম্পানীর নিজস্ব তত্ত্বাবধানে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করার ১ ঘন্টার মধ্যে ২০ হাজার টাকার চা পাতা বিক্রি হয়েছে। এখন থেকে বাগানের বিভিন্ন ধরণের তাজা টি কম টাকায় খরিদ করতে পারবেন। এ বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে মাসালা টি, প্যাকেটকৃত ন্যাশনাল টি গোল্ড, ব্ল্যাক টি, ইয়েলো টি, গ্রিণ টি, সিলভার নিডল হোয়াইট টি, প্লান্টার, স চয়েস ব্ল্যাক টিসহ ৮ জাতের চা-পাতা। এরমধ্যে জনপ্রিয় সিলভার নিডল হোয়াইট টি। খুচরা বিক্রি করা হচ্ছে ১৪ হাজার টাকা কেজি।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts