শায়েস্তাগঞ্জে ইউএনও নাজরাতুন নাঈমকে বিদায় সংবর্ধনা

 বিদায়ী ইউএনও নাজরাতুন নাঈমকে ক্রেস্ট প্রদান করছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ অন্যান্যরা

হবিগঞ্জ প্রতিনিধি: বদলিজনিত কারণে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী ইউএনও নাজরাতুন নাঈম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, থানার ওসি মোবারক হোসেন ভূঞা, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, ট্রাফিক জোনের ইন্সপেক্টর মোঃ রমজান আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজ মিয়া, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলাম, ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাদারণ সম্পাদক শামীম আহমেদ মেম্বার, জামাল আহমেদ অনিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জে ইউএনও হিসেবে নাজরাতুন নাঈম যোগাদানের পর থেকে প্রায় ২১ মাস অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করেছেন। তৃণমূল মানুষের কথা শুনে নানা সমস্যার সমাধানের চেষ্টা করেছেন তিনি। তাঁর দায়িত্বশীল ভূমিকায় শায়েস্তাগঞ্জ বহুদূর এগিয়েছে। আমরা তাঁর জন্য শুভ কামনা করি।

বক্তব্যে বিদায়ী ইউএনও নাজরাতুন নাঈম বলেন, শায়েস্তাগঞ্জ আমার স্মৃতিতে থাকবে। এখানের লোকজন আন্তরিক। সরকারী দায়িত্ব পালনে জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেকের সহযোগীতা পেয়েছি।

আলোচনা শেষে উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, ইউনিয়ন পরিষদ, রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায়ী ইউএনও নাজরাতুন নাঈমকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সংবর্ধনার ভালবাসায় সিক্ত হয়ে ইউএনও নাজরাতুন নাঈম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts