চাঁদা না পেয়ে মোহনপুর পর্যটনে সন্ত্রাসী হামলার অভিযোগ

চাঁদার টাকা না পাওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে সোমবার (১২ ডিসেম্বর) রাতে দেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান চাঁদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ৷

তিনি জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত মোহনপুর পর্যটনের কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল৷ ঘটনার রাতেও মোহনপুর ইউনিয়নের রুপমিয়া খালাসির ছেলে শাহীন খালাসী, আক্তার খালাসীর ছেলে শামীম খালাসী ও জহির খালাসী, নবীর হোসেন খালাসীর ছেলে নুরু ইসলাম, তফা খালাসীর ছেলে আলো খালাসী, নাবালক খালাসীর ছেলে রিতু খালাসী, বারেক বেপারীর ছেলে পাবেল, হাজিল মুন্সীর ছেলে আবু তাহেরের নেতৃত্বে আরো ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল চাঁদা চেয়ে না পেয়ে পর্যটনের ৬টি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে পর্যটন বন্ধের এবং পর্যটনে কর্মরত শ্রমিকদেরকে প্রাণনাশের হুমকি দেয়৷সন্ত্রাসীদের ভয়ে প্রাণ বাচাঁতে বেশ কয়েকজন শ্রমিক কর্মছেড়ে চলে গেছেন বলেও জানান তারা ৷

এ ব্যাপারে পর্যটনে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের সহায়তা চেয়েছেন।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা পর্যটন মার্কেটের খাবার হোটেলসহ ২০/ ৩০টি দোকান জোরপূর্বক বন্ধ করে দিয়ে আগত দর্শনার্থীদের মাঝে আতংক ছড়াচ্ছে ৷ সন্ত্রাসীদের এমন কার্যকলাপ চলতে থাকলে এই পর্যটন শিল্পটি বন্ধ হয়ে যাবে ৷ ফলে শতশত লোক কর্মহীন হয়ে পড়বে সেই সাথে সরকার হারাবে মোটা অংকের রাজস্ব ৷

সন্ত্রাসীদের এমন তান্ডবে পর্যটন শিল্পটি বন্ধ হয়ে গেলে শত-শত শ্রমিক চাকরিচ্যুত হবে, সেই সাথে কর্মহীন হয়ে পড়বে পর্যটন মার্কেটের শত-শত ব্যবসায়ী৷

স্থানীয়রা জানান, মোহনপুর পর্যটন শিল্পটি প্রতিষ্ঠা হওয়ায় পর্যটনে শত শত লোকের কর্মসংস্থান সৃস্টি হয়েছে আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে ৷ বর্তমানে এই পর্যটন মার্কেটে কয়েকশ লোক বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে আসছেন। সন্ত্রাসীরা পর্যটন মার্কেটের কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এতে করে কর্মহীন হয়ে ওই ব্যবসায়ীরা এখন মানবেতর জীবন-যাপন করছেন ৷ তারা এই পর্যটন শিল্পটি বাচিঁয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ৷

পর্যটন এলাকায় কর্মরত কয়েক জন শ্রমিক বলেন , আমরা ডিউতি আসা এবং ডিউটি শেষে বাড়ি যাওয়ার সময় প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি পর্যটনে হামলা কারীরা আমাদেরকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে যাতে আমরা কর্মস্থলে না আসি, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমরা যাতে নিয়মিত আমাদের কর্মস্থলে আসতে পারি এবং আমাদের জান- মাল রক্ষায় প্রশাসনের দৃষ্টি কামনা করছি

ফউসি/ডি

Print Friendly, PDF & Email

Related Posts