চাঁদার টাকা না পাওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে সোমবার (১২ ডিসেম্বর) রাতে দেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান চাঁদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ৷
তিনি জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত মোহনপুর পর্যটনের কর্তৃপক্ষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল৷ ঘটনার রাতেও মোহনপুর ইউনিয়নের রুপমিয়া খালাসির ছেলে শাহীন খালাসী, আক্তার খালাসীর ছেলে শামীম খালাসী ও জহির খালাসী, নবীর হোসেন খালাসীর ছেলে নুরু ইসলাম, তফা খালাসীর ছেলে আলো খালাসী, নাবালক খালাসীর ছেলে রিতু খালাসী, বারেক বেপারীর ছেলে পাবেল, হাজিল মুন্সীর ছেলে আবু তাহেরের নেতৃত্বে আরো ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল চাঁদা চেয়ে না পেয়ে পর্যটনের ৬টি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে পর্যটন বন্ধের এবং পর্যটনে কর্মরত শ্রমিকদেরকে প্রাণনাশের হুমকি দেয়৷সন্ত্রাসীদের ভয়ে প্রাণ বাচাঁতে বেশ কয়েকজন শ্রমিক কর্মছেড়ে চলে গেছেন বলেও জানান তারা ৷
এ ব্যাপারে পর্যটনে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের সহায়তা চেয়েছেন।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা পর্যটন মার্কেটের খাবার হোটেলসহ ২০/ ৩০টি দোকান জোরপূর্বক বন্ধ করে দিয়ে আগত দর্শনার্থীদের মাঝে আতংক ছড়াচ্ছে ৷ সন্ত্রাসীদের এমন কার্যকলাপ চলতে থাকলে এই পর্যটন শিল্পটি বন্ধ হয়ে যাবে ৷ ফলে শতশত লোক কর্মহীন হয়ে পড়বে সেই সাথে সরকার হারাবে মোটা অংকের রাজস্ব ৷
সন্ত্রাসীদের এমন তান্ডবে পর্যটন শিল্পটি বন্ধ হয়ে গেলে শত-শত শ্রমিক চাকরিচ্যুত হবে, সেই সাথে কর্মহীন হয়ে পড়বে পর্যটন মার্কেটের শত-শত ব্যবসায়ী৷
স্থানীয়রা জানান, মোহনপুর পর্যটন শিল্পটি প্রতিষ্ঠা হওয়ায় পর্যটনে শত শত লোকের কর্মসংস্থান সৃস্টি হয়েছে আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে ৷ বর্তমানে এই পর্যটন মার্কেটে কয়েকশ লোক বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে আসছেন। সন্ত্রাসীরা পর্যটন মার্কেটের কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এতে করে কর্মহীন হয়ে ওই ব্যবসায়ীরা এখন মানবেতর জীবন-যাপন করছেন ৷ তারা এই পর্যটন শিল্পটি বাচিঁয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ৷
পর্যটন এলাকায় কর্মরত কয়েক জন শ্রমিক বলেন , আমরা ডিউতি আসা এবং ডিউটি শেষে বাড়ি যাওয়ার সময় প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি পর্যটনে হামলা কারীরা আমাদেরকে নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে যাতে আমরা কর্মস্থলে না আসি, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমরা যাতে নিয়মিত আমাদের কর্মস্থলে আসতে পারি এবং আমাদের জান- মাল রক্ষায় প্রশাসনের দৃষ্টি কামনা করছি
ফউসি/ডি