মাইলস্টোন কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জ্যোতিস্মান সূর্যসন্তানদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে চির বেদনার দিন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।

দিবসটি পালন উপলক্ষে মাইলস্টোন কলেজ গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো-পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বেদনাহত দিনের স্মরণে বিশেষ আলোচনা সভা এবং দেশাত্মবোধক কবিতা থেকে আবৃত্তি।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে মাইলস্টোন কলেজ আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।

দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার প্রধান অতিথি মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, আজ আমরা বাঙালি জাতির জ্যোতিস্মান সূর্যসন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবো। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে ১৪ ডিসেম্বর-শহীদ বুদ্ধিজীবী দিবসটি বার বার কড়া নাড়বে বেদনায় মোড়ানো এক কালো দিন হিসেবে।’

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, জাতির শ্রেষ্ঠসন্তানদের স্মরণে আজ আমাদের শপথ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ যা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।

সূত্র : শাহ বুলবুল

Print Friendly

Related Posts