ছবি : র্যালির অগ্রভাগে আলহাজ এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
হবিগঞ্জ প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পুরাতন থানা ভবনের সামন থেকে র্যালিটি বের হয়ে পুরানবাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়ার পরিচালনায় র্যালি পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এডভোকেট মোঃ আবু জাহির এমপি বক্তব্যে বলেন, বাংলার ৩০ লাখের বেশি শহিদ আর লাখো মায়ের সম্ভ্রমের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস, বিজয়ের আনন্দ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার শোষিত মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ, নিজের ভূখন্ড। অবসান ঘটেছিল ২৪ বছরের পাকিস্তানি জান্তাদের দুঃশাসন। শোষণের জাঁতাকলে নিষ্পেষিত বাঙালি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নিয়েছিল প্রথমবার। একাত্তরের এই দিনটিতে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয় ‘জয় বাংলা’ স্লোগান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে ধাপে ধাপে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তৈরি করেছিলেন। তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার আপামর জনসাধারণ। ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল-সবুজ পতাকা। বিজয়ের এইদিনে শপথ নেওয়া হবে মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করার। শপথ নেওয়া হবে দেশের উন্নয়ন ও প্রগতির পথে বাধাদানকারীদের সমূলে উচ্ছেদ করার। দেশ ও দেশের মানুষের অগ্রযাত্রা আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা থাকবে প্রতিটি ঘরে ঘরে।
র্যালিতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, হাজী শফিকুল ইসলাম, অসিত রঞ্জন দাশ মন্টু, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ সরদার, জামাল আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, আব্দুল মুকিত, ফখরুল হামিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, সাবেক পৌর প্যানেল মেয়র রাহেল মিয়া সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, আব্দুল সামাদ, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, কাউন্সিলর তাহির মিয়া খান, আব্বাস উদ্দিন তালুকদার, পৌর যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামিউর রহমান জনি, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ সালাহ উদ্দিন, উপজেলা ছাত্র লীগ সভাপতি প্রসনজিৎ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি নূরুল হক লিটন, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন সৈকতসহ দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।