ইফতেখার শাহীন, বরগুনা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ১৭ জন প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ দেয়া য়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এ প্রতীক বরাদ্দের ঘোষণা করেন।
বরগুনা-১ আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ১০ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ৬ জন। তারা হলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএম) নোঙর প্রতীকে মাসুদ কামাল, তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকে ইউনুস সোহাগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকে মাহবুবুর রহমান ও তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে শাহ আবুল কালাম।
এছাড়া এ আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের প্রতীক ট্রাক ও কেটলি প্রতীকে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অপর দুই প্রার্থী গোলাম সরোয়ার টুকু ও গোলাম সরোয়ার ফোরকান একই প্রতীক ঈগল চান রিটার্নিং কর্মকর্তার কাছে। পরে লটারির মাধ্যমে গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতীক পেলে গোলাম সরোয়ার ফোরকান কাঁচি প্রতীক পছন্দ করেন।
অপরদিকে বরগুনা-২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় প্রতীকে নির্বাচন করবেন বিভিন্ন দলের মনোনীত ৭ জন প্রার্থী। তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা এমপি, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি কামরুজ্জামান লিটন, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে অ্যাডভোকেট মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট নোঙ্গর প্রতীকে (বিএনএফ) ড. আবদুর রহমান খোকন, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে জাকির হোসেন ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকে নির্বাচন করবেন আবুল কালাম।