জীবন্ত ঈগল নিয়ে নির্বাচনি প্রচারণা!

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-২ আসনে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

তিনবারের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। বড়দিনে রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে তার কর্মী-সমর্থকদের জীবন্ত ঈগল পাখি নিয়ে ভোট চাইতে দেখা গেছে। এ ঘটনা জেলায় আলোচিত হচ্ছে।

স্থানীয়রা জানান, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে জীবন্ত ঈগল পাখি হাতে নিয়ে মিছিল করা হয়। নিজের ফেসবুক আইডির টাইমলাইনে তিনি এ প্রচারণা লাইভ প্রচার করেন।

ইউনিয়ন যুবলীগ নেতা মো. মাজু মিয়া বলেন, জীবন্ত ঈগল নিয়ে প্রচারণার মধ্য দিয়ে আইন অমান্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, জীবন্ত পাখির জীবন বিপন্ন করে প্রচারণা চালানো আইনগতভাবে নিষিদ্ধ। এ বিষয়ে সবাইকে যত্নশীল হতে হবে। যারা এ কাজটি করেছেন, তারা আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা বলেন, জীবন্ত পাখি বা কোনো প্রতীক নিয়ে প্রচারণা চালানো যাবে না। খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

মামুন/হবি

Print Friendly, PDF & Email

Related Posts