বরগুনা-১ আসনে ঈগলের তোপের মুখে নৌকা

ইফতেখার শাহীন, বরগুনা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ঈগলের তোপের মুখে নৌকা। এ আসনে ধীরেন্দ্র দেব নাথ শম্ভুর নৌকা প্রতীককে অতিক্রম করে স্বতন্ত্র গোলাম সরোয়ার টুকুর ঈগল প্রতীক এগিয়ে আছে এমন ধারণা সাধারণ ভোটারদের।

বরগুনা সদর, আমতলী, তালতলী এই তিন উপজেলার সবকটিতেই জনগণের মাঝে স্বতন্ত্র ঈগল প্রতীকের জয় জয় রব। বিশেষ করে তালতলী উপজেলায় এককভাবে ঈগল প্রতীক এগিয়ে রয়েছে বলে জানান ওই উপজেলার ভোটাররা। আওয়ামী লীগের ৩ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এগিয়ে আছেন ঈগল প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু। ৫ বারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নৌকার বিপরীতে এই ঈগল প্রতীক নিয়ে তিনি লড়ছেন।

আমতলী তালতলী ও বরগুনা সদর উপজেলায় সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গোলাম সরোয়ার টুকুর ঈগল প্রতীকের সাথে সাংসদ ধীরেন্দ্র দেব নাথ শম্ভুর নৌকার বিজয় অনিশ্চয়তার মুখে পড়েছে।

আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুর প্রতীক ঈগল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো: খলিলুর রহমানের প্রতীক ট্রাক ও আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান কাচি প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। আওয়ামী লীগের এই তিন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। ভোটারদের একাংশ মনে করেন ভোটের মূল লড়াইটা হবে ধীরেন্দ্র দেব নাথ শম্ভুর নৌকার সাথে গোলাম সরোয়ার টুকুর ঈগল প্রতীকের।

বরগুনা আসনে মোট ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৯শ ১১ জন। বরগুনা সদরে ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬শ ৬০ জন, আমতলী উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৩শ ৩৭ জন ও তালতলী উপজেলায় ৮০ হাজার ৯শ ১৪ জন।

যদি সূষ্ঠু নির্বাচন হয় তাহলে বরগুনা-১ আসনে ঈগলের সাথে নৌকার পরাজয় হবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ।

Print Friendly, PDF & Email

Related Posts