শীতকালীন বৈচিত্রময় খাবারে তারকা হোটেলে চলছে ‘মাঘ উৎসব’

চট্টগ্রামের একটি তারকা হোটেলে শীতকালীন বৈচিত্রময় খাবারের নানা আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘মাঘ উৎসব’।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর লেভেল ৫-এ লেগুনা রেস্টুরেন্টে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ‘মাঘ উৎসব’-এর সূচনা হয়। পেনিনসুলা চিটাগাং এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পেনিনসুলা চিটাগং এর ব্যবস্থাপক কামাল হোসাইন জানান, পেনিনসুলা সব সময়ই রন্ধনশিল্পের বৈচিত্রতায় পথনির্দেশক হিসেবে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় শীত ঋতুতে অনন্য স্বাদের বৈচিত্রময় শীতের খাবারের বড় আয়োজন নিয়ে এই উৎসব করছে। সপ্তাহব্যাপী এই উৎসবে তীব্র শীতের রাতে মন ও শরীর উষ্ণকারী খাবারের স্বাদ পাবেন অতিথিরা। পেনিনসুলার এক্সিকিউটিভ শেফ-এর নেতৃত্বে প্রায় শতাধিক শীতের খাবারের মেনু অতিথিদের খাবারের স্বাদে নতুন অভিজ্ঞতা যোগ করবে।

পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে ৭ দিনের মাঘ উৎসবে অতিথিরা প্রতিদিন রাতে ৩২০০ টাকায় দুর্দান্ত শীতের বুফে ডিনার উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।

 

Print Friendly, PDF & Email

Related Posts