ঢাকা নারিন্দা দারুল-উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার ১৫৪তম মিলাদ মাহফিল সম্পন্ন

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ৪৭নং শাহ সাহেব লেন শাহ সাহেব বাড়ী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ইসলামের ত্রয়োদশ শতাদ্বীর মহান মোজাদ্দেদ অলীয়ে কামেল পীরে মোকাম্মেল হযরত কেবলা শাহ আহসান উল্লাহ (রহঃ) এর দ্বিতীয় শাহেবজাদা হযরত শাহ আব্দুল লতিফ (রহঃ) মাইজ্জা মিয়ার ৫২তম ইসালে ছাওয়াব ও হযরত শাহ আহসান উল্লাহ (রহঃ) কমপ্লেক্স এর পরিচালিত প্রতিষ্ঠান সমূহের ৪৩তম দারুল উলুম আহসানিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ১৫৪তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন এশিয়া মহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল পীরে মোকাম্মেল রাহনুমায়ে শরীয়ত আলহাজ্ব হজরত মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃ জিঃ আঃ) গদ্দিনশীন পীরসাহেব নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ ৮ম মোতওয়াল্লী, হযরত শাহ্ আহসানুল্লাহ (রহঃ) ওয়াকফ এস্টেট সভাপতি, হযরত শাহ্ আহসানুল্লাহ (রহঃ) কমপ্লেক্স, ঢাকা।
পীরসাহেব শাহ আহছানুজ্জামান হুজুর কেবলা মোনাজাতের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ-শান্তির জন্য মহান আল্লাহর নিকট রহমত কামনা করেন।
মিলাদ মাহফিলে আমন্ত্রিত মেহমান উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ মুহাম্মদ এমরান, মাওলানা আবুল আসাদ মোহাম্মদ  যোবায়ের রজভী, সহ-অধ্যাপক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসা, চট্টগ্রাম। ঢাকা নারিন্দা মশুরীখোলা আঞ্জুমানে আহসানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কুমিল্লার নুর মানিকচর দরবার শরীফের গদ্দিনশীন পীরসাহেব, শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব। বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ,  দারুল উলুম আহসানীয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন সাহেবসহ মশুরীখোলা দারবার শরীফ কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ও অবিভাবকবৃন্দ এবং ঢাকা রাজধানীর গুণীজনেরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন হযরত কেবলা আহসানুল্লাহ (রহঃ) এর অনুসারী ভক্ত ও দেশের বিভিন্ন অঞ্চলের দরবার শরীফের পীরসাহেব বৃন্দ।
Print Friendly

Related Posts