বরগুনায় সাংবাদিক হত্যা মামলার ৭ আসামী কারাগারে

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধরে নিহত সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার সাত আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বরগুনা মূখ্য বিচারিক আদালতে মামলার ৮ জন আসামী হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট পুলিশ ইন্সপেক্টর অশোক কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামীদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবদুর রহমান। তিনি বলেন, সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার আসামীদের মধ্যে মোট আটজন বরগুনা মূখ্য বিচারিক হাকিম হারুন অর রশীদের আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। এদের মধ্যে এজাহারের ১৩ নং আসামী মোঃ জাফর হোসেন হাওলাদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মামলার এজাহারের ১নং আসামী আসম হাফিজ আল আসাদ, ২নং আসামী আরিফুল ইসলাম মুরাদ, ৩নং আসামী কাশেম হাওলাদার, ৪নং আসামী সাইফুল ইসলাম মিরাজ, ৮নং আসামী ওয়ালি উল্লাহ ইমরান, ৯নং আসামী জাহিদুল ইসলাম মেহেদি ও ১০ নং আসামী সোহাগ হাওলাদারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী বরগুনা প্রেসক্লাবে সাংবাদিক তালুকদার মাসউদকে আটকে রেখে মারধরের পর ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান । এ ঘটনায় ৪ মার্চ তালুকদার মাসউদের স্ত্রী সাজেদা বাদি হয়ে বরগুনা সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

Print Friendly

Related Posts