বরগুনায় পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

ইফতেখার শাহীন, বরগুনা: পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামে।

ভুক্তভোগী সজল অভিযোগ করে বলেন, আমি মানুষের বাড়ী বদলার কাজ করে, পান বিক্রি করে অন্যের জমি লিজ নিয়ে ১০ শতক জমিতে একটি পুকুর খনন করি। সেই পুকুরে আমি বিভিন্ন প্রজাতির মাছের চাষ করি। আমার প্রতিপক্ষ আমার পরিবারকে বিভিন্নভাবে অনেক দিন থেকে ক্ষতির চেষ্টা চালায়। সরাসরি ক্ষতি করতে না পেরে রাতের অন্ধকারে তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ মারা যায়।

এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের জন প্রতিনিধি মহিবুল্লাহ রিপন বলেন, আমি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী সজলকে বলেছি আইনি সহায়তা নিতে। আর যদি ইউনিয়ন পরিষদে অভিযোগ দেয় তাহলে কে এই ঘটনা ঘটিয়েছে তা বের করে দোষী ব্যক্তিকে আইনে সোপর্দ করবো।

Print Friendly, PDF & Email

Related Posts