আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক এবি এম আবদুল্লাহ 

জ ই বুলবুল : দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক  অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন।

 মঙ্গলবার (২৮ মে)  শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগকৃত সম্মাননা সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন  সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ ।

Print Friendly, PDF & Email

Related Posts