মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেছিলেন নারীদের নিয়ে টিভি শো করে জনপ্রিয় হওয়া রচনাকে। প্রার্থী করেছিলেন দলের একাধিক গোষ্ঠীপতিদের চোরাদ্বন্দ্বে জেরবার হুগলিতে। তাতেই ম্যাজিক হয়েছিল। আর এটাকে স্থায়ীরূপ দিতে মাঠে নেমেছিলেন অভিষেক। দলের গোষ্ঠীপতি ও নেতাদের কার্যত হুমকি দিয়েছিলেন, ‘লোকসভার ফল খারাপ হলে রেয়াত করা হবে না।’ তাতেই সাত বিধানসভা কেন্দ্রের গোষ্ঠীপতিদের ঘুম উড়েছিল। অন্যদিকে, তারকার ইমেজ ঝেড়ে ফেলে দলের নেতাদের কথা অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছে রচনা। রোদে পুড়ে, জলে ভিজে মাটি কামড়েই পড়ে ছিলেন তিনি। তারই পরিণাম দিনের বিপুল সাফল্য।
পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের হুগলি আসন জয় করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায় প্রায় ৭৩ হাজার ভোটে জয়ী হন। এই লোকসভা আসনের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চন্দননগর ও ধনেখালি ছাড়া, সর্বত্র তিনি লিড পেয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিঘনিষ্ঠ সেই প্রার্থীকে অরাজনৈতিক রচনা প্রায় ৭৫ হাজার ভোটে হারিয়ে দিলেন! মঙ্গলবার দিনভর গণনা কেন্দ্রমুখো হননি লকেট। কারণ প্রথম থেকেই লিড নিতে শুরু করেছিলেন রচনা। হয়তো ভেবেছিলেন পরে তাঁর লিড হবে, তখন আসবেন তিনি। কিন্তু সে সুযোগ আর হয়নি তার।