মানিকগঞ্জে হাসপাতালের ময়লা-আবর্জানা পরিষ্কার-পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবক দল

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারপ্রধান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই সারাদেশর মত মানিকগঞ্জেও ছাত্র-জনতা উল্লাসে মেতে ওঠে এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জেলার বিভিন্ন সরকারি স্থাপনায় ময়লা-আবর্জনায় ভরে যায়। সরকারি এসব স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল জেলা সদর হাসপাতালে ময়লা-আবর্জনা পরিষ্কারে নামে।

     বৃহস্পতিবার(৮ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের  হাসপাতালের ময়লা-আবর্জানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

     জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মোঃ জিন্নাহ খান বলেন,‘ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দেশের মানুষের ওপর জুলম করেছে। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না আজকে আমরা কথা বলতে পারছি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আজকে আমরা জেলা সদর হাসপাতালের ময়লা-আবর্জান পরিষ্কার ও পরিচ্ছন্নতা করেছি। এটা আমাদের হাসপাতাল, তাই আমাদেরই এর সৌন্দর্য বজায় রাখতে হবে।

     এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ রকিবুর রহমান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর মিলনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts