কৃষক দলের বিভাগীয় যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেলেন মামুন: এলাকায় আনন্দের বন্যা

জ ই বুলবুল : কৃষক দলের বিভাগীয় যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেলেন মামুন, কৃষক দলের বিভাগীয় যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব পেলেন মামুন।

কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপ-কমিটির যুগ্মআহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা তৃণমূল পর্যায়ের পরীক্ষিত জিয়া সৈনিককে এম মামুন অর রশিদ। কেন্দ্রীয় কৃষির দলের সহ-সভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকীকে আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদকে যুগ্ম আহ্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট এই কুমিল্লা বিভাগীয় উপ কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন অনুমোদন দেন। কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামুন অর রশিদ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইতিপূর্বে ঢাকা মহানগর শাখার কৃষক দলের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও নবীনগর উপজেলা বিএনপির সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে তিনি ১৯৮৮-৯০ ইং পর্যন্ত ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হিসেবে নবীনগর সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস পদে নির্বাচন করেছিলেন। তার সামাজিক কর্মকান্ড হিসেবে ঢাকাস্থ নব বিকাশ কল্যাণ সমিতির সভাপতি,নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসার পরিচালক,ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য,সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলার যুব কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ সামাজের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং দিয়ে আসছেন। তিনি ১৯৭১ সালে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আজ কেন্দ্রীয় পর্যায়ে নিজেকে তুলে এনেছেন। এই সাফল্যে এলাকায় তার ভক্ত নেতা কর্মীরা গর্ববোধ করছেন। তারা আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল এই যোগ্য নেতাকে মূল্যায়ন করবেন।

শনিবার প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি দেশে বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াবার আহবান জানিয়ে সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

আলোচনায় তিনি আওয়ামীলীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন,এই ফ্যাসিবাদি দলটি রাষ্টের প্রতিটি স্তম্ভ ও প্রতিটি সেক্টকে দুর্নীতির আতুড়ঘর বানিয়েছে। তাদের দুঃশাসনে পঙ্গু হওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে সময় প্রয়োজন। তিনি অন্তরভর্তীকালিন সরকার রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কারের মধ্য দিয়ে অতি দ্রুত সময়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে প্রত্যাশা করেন।

তিনি বলেন, আমি আমার জন্মভূমি নবীনগরে তৃনমুল রাজনীতি থেকে উঠে এসে কেন্দ্রীয় পর্যায়ে এসেছি,আমি নবীনগরবাসির পাশে থাকতে চাই। তিনি নবীনগরকে একটি যুগোপযোগী আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন, যেখানে থাকবে না কোন বৈষম্য, থাকবে না অন্তর দ্বন্দ্ব, থাকবে না ধর্মীয় বিভেদ, থাকবে না কোন রাজনৈতিক হানাহানি, একে অপরের সম্প্রীতির বন্ধনে আমরা বসবাস করবো। তিনি বলেন, আমি দলের মনোনয়ন প্রত্যাশী। বিএনপি বড় দল হিসাবে গ্রুপিং থাকবে, প্রতিযোগিতা থাকবে,গ্রুপিং না থাকলে নেতা/কর্মীদের মূল্যায়ন হয় না ঠিক কিন্তু দলের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা কাজ করব।

Print Friendly, PDF & Email

Related Posts