শহীদ কাদরীর মরদেহ ঢাকা আসছে

বিডিমেট্রোনিউজ যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মরদেহ ঢাকায় আনা হচ্ছে। তার স্ত্রী নীরা কাদরী জানিয়েছেন কবির ইচ্ছায়ই তার মরদেহ বাংলাদেশে আনা হবে।

নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান শহীদ কাদরী। আগের দিন উনি বলেছিলেন, আমি বাংলাদেশে যেতে চাই , হাসপাতালে বলেন নীরা।
কবিপত্নীর সঙ্গে কথা বলে একই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। তিনি রোববার রাতে বলেন, তার স্ত্রী বলেছেন, কবির শেষ ইচ্ছা ছিল তাকে যেন ‍মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। দেশে আনার পর শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানান তিনি।শহীদ কাদরীর মরদেহ কবে দেশে আনা হবে তা এখনও ঠিক হয়নি জানিয়ে মুহাম্মদ সামাদ বলেন, নিউ ইয়র্কের হাসপাতাল থেকে মরদেহ ছাড়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

Print Friendly, PDF & Email

Related Posts