খুলে দেওয়া হলো টঙ্গী ব্রিজ, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: স্ল্যাব ড্যামেজ থাকায় ভেঙে যায় ব্রিজের কিছু অংশ। এতে বন্ধ করে দেওয়া হয় টঙ্গী ব্রিজে যানবাহন চলাচল। অবশেষে সংস্কার করে ব্যস্ত সড়কের এই ব্রিজটি দীর্ঘ ১১ দিন পরে খুলে দেওয়া হলো।

রোববার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ব্রিজটিতে আবার যানবাহন চলাচল শুরু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী ব্রিজের মেরামত কাজ শেষ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে খুলে দেওয়া হয়েছে।

বিআরটি প্রকল্পের পরিচালক (সেতু বিভাগ) মহিরুল ইসলাম জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশের মেরামত শেষ হয়েছে। সেতুটি এখন চলাচলের উপযোগী।

এর আগে ৯ নভেম্বর রাত ৩টার দিকে টঙ্গী সেতুর পুরোনো স্ল্যাব ড্যামেজ থাকায় কিছু অংশ ভেঙে পড়ে। এতেই বন্ধ করে দেওয়া হয় ব্রিজটি। ব্রিজটি বন্ধ থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটে মানুষের বেশ কষ্ট হয়েছে। এখন খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।

Print Friendly, PDF & Email

Related Posts