ট্রাম্প রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রেসিডেন্ট হয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। 

৪ বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। এমন রেকর্ড এর আগে করেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড ভাঙার সুযোগ হাতিয়ে নিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন আরেক ইতিহাস। হোয়াইট হাউস জয়ী প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প।

এ ছাড়াও বাইডেনের পর তিনিই সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। এর আগে বাইডেন দায়িত্ব নিয়েছিলেন ৭৭ বছর বয়সে।

দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাংবিধানিক রীতি অনুযায়ী, নভেম্বরের প্রথম সোমবারের পর দিন মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। পরিকল্পনা, নির্বাচনী প্রক্রিয়া এবং আইনি ও পদ্ধতিগত সুরক্ষাসহ বেশ কয়েকটি কারণে প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়।

সেই হিসাবে আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। এদিকে ট্রাম্প জয়ী হওয়ার খবর সামনে আসতেই তার শপথ অনুষ্ঠান নিয়ে কর্মসূচি ঠিক করতে শুরু করেছেন সমর্থকরা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা। ফোনকলের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠার-ও আহ্বান জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-র তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৯২ ভোট পেয়েছেন ট্রাম্প, কমলার ভোটের সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ২৭০ ভোটই যথেষ্ট।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ভোট গণনার ৬ ঘণ্টা পার হতেই দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই জর্জিয়া, পেনসিলভানিয়া এবং নর্থ ক্যারোলিনা জিতেছেন। বাকি ৪টি অঙ্গরাজ্য– অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নেভাদা-তেও একচ্ছত্র কর্তৃত্ব বজায় রেখেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

যদিও প্রথমদিকে পেনসিলভানিয়া এবং মিশিগানে এগিয়ে ছিলেন হ্যারিস। তবে পরে ট্রাম্প তাকে ছাড়িয়ে যান এবং ব্যবধান বৃদ্ধি করেন। 

পেনসিলভানিয়াতেই মূলত সর্বাধিক ইলেক্টোরাল কলেজ ভোট (১৯)। সেখানে জিতে সবকটি ইলেক্টোরাল কলেজ ভোট নিজের ঝুলিতে পুরেছেন ট্রাম্প।  যার ফলে ২৮০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে তিনি এখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts