শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২জন আসামী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দুঃশাসন গ্রামের মৃত শেখ মুতি মিয়ার ছেলে শেখ রুবেল মিয়া (২৪), অলিপুর স্কয়ার গেইট এলাকার মোঃ সমুজ আলীর ছেলে মোঃ ছায়ের আলী মোন্না (২৪)।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এএসআই ইকবাল হোসেন এএসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

এমএমসি/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts