রুবেল ভূইয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ভোটারদের তথ্যসংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন নবীনগর উপজেলা নির্বাচন অফিস।
নবীনগর উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ রেজিস্ট্রেশন অফিসার মোঃ সুমন ভূঁইয়া এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়।
প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজগর আলী, আশুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সোহরাব আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫০ জন সুপারভাইজার, ২০০ জন তথ্য সংগ্রহকারীকে ৫ জন প্রশিক্ষক প্রশিক্ষন প্রদান করেন। সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগন সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
নবীনগর উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) ও রেজিষ্ট্রেশন অফিসার মোঃ সুমন ভূঁইয়া জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ২০২৫ সালের ভোটার হালনাগাদ সারাদেশে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নবীনগর উপজেলায় যারা তথ্য সংগ্রহ করবেন এবং সুপারভাইজ করবেন তাদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ৫ ফেব্রুয়ারী থেকে শুরু করে ২রা মার্চ পর্যন্ত ভোটারদের নিবন্ধন হবে অর্থাৎ ফিঙ্গার দিবেন, আইরিস দিবেন এই কর্মকাণ্ডগুলো চলমান থাকবে।