দলিল লেখকদের সাত দফা দাবী ও আগামি ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতি এই সভার আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় নেতা হাজী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভায় মহাসচিব এম এ রশিদ দলিল লেখকদের দীর্ঘ দিনের সাত দফা দাবী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পূরণের আহবান জানান।
দাবী সমূহ হচ্ছে- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখকদের সম্মানি চার হাজার টাকা বাস্তবায়ন করা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত কেউ দলিল লিখতে পারবে না, এই বিষয়ে প্রজ্ঞাপন জারি, থানা জেলা পর্যায়ে দলিল লেখকদের বসার এবং নামাজের স্থান নির্মাণ, দলিল লেখকদের আসামি না করা, জেলা এবং থানা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান না করা, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।
সভা থেকে আগামি ৮ ফেব্রুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখকদের সমাবেশে দাবী আদায়ের লক্ষ্যে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন কে এস টমাস, এম এ তাহের, গোলাম মোস্তফা, নুরুল হক, আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, শাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান মল্লিক, মোঃ সেলিম, মাজাম্মেল হক প্রমুখ ৷