রুবেল ভূইয়া, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে কেক কাটা হয়েছে গতকাল রাতে। এরই ধারাবাহিকতায় আজ (২৩ নভেম্বর) দিনভর প্রেসক্লাব পরিবারের মিলন বর্ণাঢ্য মেলার আয়োজনও চলছে।
গতকাল উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী। সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এম মান্নান। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার গুরুত্ব ও সমাজে এর ভূমিকা তুলে ধরে বলেন, সঠিক তথ্য পরিবেশন এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।
এ ছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা, নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রধান আলোচক প্রতিষ্ঠা কালীন সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাকির হোসেন, সদস্য তৌফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটন, পৌর জামাতের সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,পৌর বিএনপির সাংগঠনিক শুক্কুর খান, যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, দেলোয়ার হোসেন, সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সুমন, সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ নভেম্বর সকাল সাড়ে আটটা থেকে শুরু হলো প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজন সহ দুই দিন ব্যাপী নানা আয়োজন। এতে রেফেল ড্র, হাড়ি ভাংগা, শিশুদের নানা ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা আয়োজন। চোখে পড়ার মতো এ আয়োজনে সবাই অভিভূত।