হবিগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সিলেট বিভাগীয় প্রেসক্লাব নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন করেছে।
সোমবার (৬ জানুয়ারী) সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা দুপুরের পরে সিলেট শহরের একটি রেস্ট হাউজে অবস্থান করেন। পরে রাতে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাচিত সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র জনতার সফলতাকে স্বাগত জানিয়ে আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন করতে গিয়ে যারা শহীদ হযেছেন তাদের সম্মানে ৫ মিনিট দাঁড়িয়ে সম্মান জানানো হয়।
প্রস্তুতি আলোচনা সভায় সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমেদের সঞ্চালনায় প্রেসক্লাবকে সংস্কারের জন্য দফায় দফায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সংস্কারের জন্য সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন (সিলেট), সহ-সভাপতি মোঃ জুসেপ চৌধুরী (মৌলভীবাজার)- সহ সংগঠনের কার্যকরী কমিটি ও সকল সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেণ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাব সভাপতি খায়রুল আলম সুমন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডিসি মো: আনোয়রুজ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব দীর্ঘ দিন বৈষম্যের স্বীকার ছিল, তা আমরা আবগত হয়েছি। এখন থেকে সিলেট বিভাগীয় প্রেসক্লাবকে আমাদের পক্ষ থেকে যত ধরণের সহযোতিার প্রয়োজন, তা আমরা চেষ্টা করে যাব।
তিনি আরও বলেন, সাংবাদিরা জাতির বিবেক। আপনারা পত্রিকায় স্বাধীনভাবে সত্য প্রকাশ করবেন। এমন কোন সংবাদ প্রকাশ করা উচিত নয় যা মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে।
বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে খায়রুল আলম সুমনের সভাতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব কুমার দেব (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ডিবি সিলেট জেলা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সাহিত্যিক, কলামিষ্ট , ব্যাসায়ী, সামাজিক সংগঠক ইত্যাদি। অনুষ্ঠানে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের চার জেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট এসএমপির পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, সিলেট একটি সম্প্রীতির শহর। যেখানে মানুষের মধ্যে সহমর্মিতা রয়েছে। এটি আরও বৃদ্ধি প্রয়োজন। যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, সিলেটকে একটি শান্তিপূর্ণ মডেল শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নও বাস্তবায়িত হবে।
সন্ধ্যার পরে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সিলেট ভিবাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, সাধারণ সম্পাক সুহেল আহমদ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করে বলেন, আমাদের দুই দিনের অনুষ্ঠান আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তুরাবের নামে উৎসর্গ করে দিলাম।
কাওসার/হবি