নবীনগরের আলোচিত-সমালোচিত শিল্পপতি রিপন মুন্সি এবার সংবর্ধিত হলেন

জ ই বুলবুল, এলাকায় ঘুরে এসে : নবীনগরের বহুল আলোচিত-সমালোচিত শিল্পপতি রিপন মুন্সি নবীনগর প্রেসক্লাব কর্তৃক অবশেষে সংবর্ধিত হলেন।

বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা ইউনিয়নের কৃতি সন্তান, স্পাইডার গ্রুপের কর্নধার ও ঢাকাস্হ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি। স্বীয় কর্মে জনপ্রিয় নন্দিত এই শিল্পপতি সংবর্ধিত হলেন অবশেষে।

উল্লেখ্য, তাকে নিয়ে দীর্ঘদিন একটি মহল নানা ষড়যন্ত্র করে আসছিলো। তাদের রোষানলে স্বীকার হয়ে কিছু হলুদ সাংবাদিকের মিথ্যে অভিযোগে শিরোনাম হয়ে উঠে তার ঝাড়ু দীঘি। কুচুক্রি মহলটি তাকে নানাভাবেই হয়রানি করে। গত ৫ আগস্টের পরে আবার পরিস্থিতি পাল্টে যায়। মূলধারার প্রকৃত সাংবাদিকরা সরজমিন ঘুরে দেখার পর তার উপর সৃষ্ট নেতিবাচক মনোভাব পাল্টে যায়। আবারো আলোচনায় উঠে আসেন শিল্পপতি রিপন মুন্সি।

জানা গেছে, ১০ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে তার নানা প্রজেক্টে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নবীনগর প্রেসক্লাব নামক ফাদার সংগঠনটি উদ্যোগ নেয় তাকে সংবর্ধনা দেবার। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কেএম মামুনুর রশীদ, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মোর্শেদুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ প্রমুখ।

নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দীন মনির, সিনিয়র সহ- সভাপতি আরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সহসভাপতি এশিয়ান টিভি ও দেশ রুপান্তরের সাংবাদিক জ ই বুলবুল, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি,
সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী, প্রভাষক দেলোয়ার হোসেন, পিয়াল হাসান রিয়াজ, মনিরুল ইসলাম বাবু, আবদুল হাদী, এস এ রুবেল, মনির হোসেন, মিঠু সূত্রধর পলাশ, নুরে আলম, সাধন সাহা জয়, মাজেদুল ইসলামসহ আরো অনেকে ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে সংবর্ধিত শিল্পপতি রিপন মুন্সির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

তিনি আপ্লুত হয়ে বলেন, আমি আপনাদের এ ভালোবাসায় অভিভূত। আমাকে চা খাবার দাওয়াত দিয়ে এতো বড় আয়োজন! আমি জানতামই না আপনারা আমাকে এভাবে সম্মানিত করে তুলবেন। আপনারা সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। আপনাদের লিখনির মাধ্যমেই দূর হবে সমাজের সকল অনিয়ম অসংগতি। আমি একজন সাধারণ মানুষ, আমার কাজের মাঝে যদি কোন ভুল থাকে তাও আমাকে ধরিয়ে দেবেন। আমাকে নিয়ে যা সত্য তাই লিখবেন। কোন রাজনীতির সাথেই আমি নেই। দলমত নির্বিশেষে সকল মানুষের উপকারে আসতে পারলেই আমার ভালো লাগে। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আমার আগামী দিনের পথচলা আরো সহজ হবে।

Print Friendly, PDF & Email

Related Posts