টেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায়। তৃতীয়- চতুর্থ দিনে রংটা যেন একটু বেশিই বদলায়। সেটা আরেকবার প্রমাণ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ কিংসটন টেস্টে। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ক্যারিবীয়রা। তাইজুলের ঘূর্ণি আর তাসকিনের পেসে ভর করে ১০১ রানের স্মরণীয় এক জয়ই তুলে নিয়েছে ফিল সিমন্স শিষ্যরা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে সব তরতাজা প্রাণ। যেন ঊনিশ-কুড়ির মহোৎসব। অধিনায়ক মিরাজ। সাথে আছেন তাইজুল-মুমিনুলরা। তাদের সাথে রয়েছে একঝাঁক তরুণ, প্রতিভাবান ও সামর্থ্যবান ক্রিকেটার। যাদের হাতেই ভবিষ্যত বাংলাদেশের ঝাণ্ডা। সেই তারুণ্যের তেজে এবার ক্যারিবীয়দের হারাল লাল-সবুজের প্রতিনিধিরা।
২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মতো টেস্ট জিতল বাংলাদেশ। কিংসটনে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলটির হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি ৫৫ রান করেন হজ। ১০১ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। শুধু তাই নয় দেশের বাইরে এক বছরে পাওয়া টেস্ট জয়ের হিসাবে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।
চলতি বছরে দেশের বাইরে বাংলাদেশ টেস্ট জিতল ৩টি। এর আগে এ বছর বাংলাদেশ পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই করছে মিরাজরা। এর আগে কখনও এক বছরের দেশের বাইরে দুটির বেশি টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশ দেশের বাইরে ২টি টেস্ট জিতেছিল। সেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। এই মাঠে অনুষ্ঠিত টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড স্বাগতিকদেরই। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১২ রানের লক্ষ্যে নেমে জিতেছিল তৎকালীন ব্রায়ান লারার নেতৃত্বাধীন দল। এই ম্যাচ জিততে হলে সেই কীর্তি ছাড়িয়ে যেতে হতো এবারের ওয়েস্ট ইন্ডিজকে।
এর আগে, তৃতীয় দিন থেকেই দৃঢ়তা দেখানো জাকের আলি অনিক টানা তৃতীয় টেস্টে পেলেন ফিফটি। একপ্রান্ত আগলে রেখে সেটাকে ক্যারিয়ারসেরা ইনিংসে রূপ দিলেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে বাহারি শট খেলে সুবাস জাগালেন সেঞ্চুরিরও। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ায় কিছুটা দূরে থামতে হলো তাকে। জাকেরের ব্যাটে চড়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে নাহিদ রানার বোলিং তোপে প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মতো ৫ উইকেট নিলেন তাইজুল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়বার। সাদা পোশাকের এই জয় অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশকে। কেননা সামনেই ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৮ ডিসেম্বর।