উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে বরিশাল

শুরু হল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আরেকটি নতুন আসর। ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে খেলা চলবে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।

৭ দলের আসরে বরাবরের মতই কয়েক ধাপে দেশের তিন ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। 

পর্দা উঠলো বিপিএলে একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের একাদশে জায়গা পাওয়া চার বিদেশি হচ্ছেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স, শাহীন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম ও রিপন মন্ডল।

রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক, জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।

Print Friendly, PDF & Email

Related Posts