হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক অগ্নিশিখা পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি নওরোজুল ইসলাম চৌধুরী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাতে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয় ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য তাকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
নওরোজুল ইসলাম চৌধুরী ১৯৮৯ সালে প্রেসক্লাবের সদস্য হয়ে বিভিন্ন সেশনে ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একাধিকবার দায়িত্ব পালন করেছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবেও।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি আসম আফজল আলী, বর্তমান সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিন শিপন প্রমুখ।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ
হবিগঞ্জ জেরার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি নওরোজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
এক প্রেসবার্তায় শোক প্রকাশ করেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসম আফজল আলী, বর্তমান সভাপতি মঈনুল হাসান রতন, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সাই, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মহিবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ শফিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ মনির, নির্বাহী সদস্য মোঃ শামীম আহমেদ, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি শাহ মোস্তফা কামাল প্রমুখ।
এমএমসি/এইচ