জ ই বুলবুল : রাজধানীর অভিজাত ‘উত্তরা ক্লাব’ লিমিটেডের নির্বাচনকে ঘিরে নানা আয়োজন ও ভোট প্রার্থণায় মেতে উঠেছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী গাউস ইউ খান এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য গ্রেন্ড মিউজিকাল নাইট ও শীতের পিঠা উৎসবসহ নৈশভোজের আয়োজন করা করা হয়।
এসময় উত্তরা ক্লাবের সফল প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা গাউছ ইউ খান উপস্হিত থেকে সম্মানিত সদস্যদের বরণ করে ভোট প্রার্থণা করেন। ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাগণসহ সকল সদস্য বৃন্দের পরিবারবর্গকে বরণ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী গাউছ ইউ খান জানান, নানা বিনোদন কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলে সদস্যদের ভরপুর করে আগামীতে এই ক্লাবকে আরো দৃষ্টিনন্দন করে রাখতে চান। এমনকি রাজধানীর সেরা ক্লাবের তালিকায়ও ধরে রাখতে চান। ক্লাবের উন্নয়নের ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পন্নও করতে চান তিনি। তার জন্য সবাইকে পাশে থেকে আন্তরিক সমর্থন করতে বিনীত অনুরোধ করেন।
ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব-নৈশভোজে অভিভূত হয়ে ক্লাবের প্রেসিডেন্ট গাউছ ইউ খানকে অভিনন্দন জানান।
পরে দেশের জনপ্রিয় শীর্ষ সঙ্গীত শিল্পী রুনা লায়লা, রিজিয়া পারভীন হাবিব ওয়ালিদ, প্রীতম হাসান মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বরের উত্তরা ক্লাবের এই নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ক্লাব প্রাঙ্গণ। দিনভর বিরতিহীনভাবে ভোট চেয়ে মাঠে রয়েছেন প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা। তবে সরেজমিন ঘুরে কথা বলে জানা গেছে, বর্তমান প্রেসিডেন্টেরই
জয়ের বিষয়ে সবাই ইংগিত দিয়েছেন। তবে অপর প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ ফয়সাল তাহের ও প্রচার প্রচারণা চালাচ্ছেন।