সানি লিওনের নতুন ট্রেইলার ‘বেঈমান লাভ’

বিডিমেট্রোনিউজ ডেস্ক এবার মাতামাতি শুরু হয়েছে সানি লিওন অভিনীত বেঈমান লাভ সিনেমার ট্রেইলার নিয়ে। সানির আগের সিনেমারগুলোর মতো এ সিনেমাতেও কয়েকটি যৌন দৃশ্যে দেখা গেছে এ অভিনেত্রীকে। পাশাপাশি দেখা গেছে আবেদনময়ী সানিকেও।

বেঈমান লাভ সিনেমার ট্রেইলার দেখানো হয়েছে ভালোবাসা এবং প্রতারণায় গল্প। এতে একজন সফল নারী ব্যবসায়ীর ভূমিকায় দেখা গেছে সানিকে। অন্যদিকে অভিনেতা রজনীশও অভিনয় করেছেন এক ধনী ব্যবসায়ীর চরিত্রে।

অবশ্য একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।

দেখুন আলেচিত সে ট্রেইলার :

https://www.youtube.com/watch?v=ihMSnZKah5k

Print Friendly, PDF & Email

Related Posts