বরগুনায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন

বরগুনা প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বরগুনা জেলা বিএনপির উদ্দ্যোগে বিএনপি কার্যালয়ে শহিদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মোনাজাত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, হুমায়ুন হাসান শাহীন, অ্যাড. রেজবুল কবির, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লাসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।

এছাড়া সদর উপজেলার গৌরিচন্না মোহাম্মদিয়া মহব্বত রসিদ সিফাতিয়া জান্নাত মাদরাসার উদ্দোগে মাদরাসা মিলনায়তনে বেলা ১২ টায় ছাত্র ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

শীতবস্ত্র বিতরন করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার। ইউসুফ আলী মল্লিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাখেন, ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ, টিবিএম কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, গৌরিচন্না নবাব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ফারুক প্রমূখ।

ইশা/বর

Print Friendly, PDF & Email

Related Posts