বিডিমেট্রোনিউজ পরিবেশনা
ঈদের আগের দিন
বিশেষ নাটক ‘সোনার কাঠি রুপার কাঠি’
প্রচার- ঈদের আগের দিন রাত ৮.৫০ রচনা- লিটু সাখাওয়াত, পরিচালনা- সকাল আহমেদ
এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সোনার কাঠি রুপার কাঠি’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাদিয়া, আসমত, মুনিয়া, রাখী প্রমুখ।
গত সাতদিন ধরে লিনার ঘুম আসছেনা কিছুতেই। ঘুমের ওষুধ খেয়েও কাজ হচ্ছেনা। লিনা যতটা না যন্ত্রণায় আছে তার চেয়ে বেশী যন্ত্রণায় আছে তার স্বামী হাবিব। লিনার কারণে হাবিবও ঘুমাতে পারছেনা। না ঘুমানোর কারণে লিনার মেজাজ হয়ে গেছে খিটখিটে। কোন কথাই তার সাথে ঠিক মত বলা যাচ্ছেনা। রান্না-বান্নার ঠিক-ঠিকানা নেই। মোদ্দা কথা বাসাটা হয়ে গেছে একটা নরক। হাবিব লিনাকে নিয়ে ডাক্তারের যায়। ডাক্তার নানা পরীক্ষা-নিরীক্ষা করলেন। কোন সমস্যা ধরা পড়লোনা। ডাক্তার পরিবর্তন, এমনকি ভেষজ চিকিৎসাতেও কোন কাজ না হলে সাইক্রিয়াটিস্টের পরামর্শ নেওয়া হয়। কিন্তু তাতেও কোন কাজ হয় না। অগত্যা কাজের মেয়ের পরামর্শে একজন গুণিণকে ডেকে আনা হয়। গুণিণ অনেক গণনা করে জানালেন, লিনার ঘুমের জন্য একটা সোনার কাঠি আর একটা রুপার কাঠি লাগবে।
ঈদ ম্যগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’
প্রচার- ঈদের আগের দিন, রাত ১০.৪০ মিনিটে উপস্থাপনা ও পরিচালনা- খন্দকার ইসমাইল
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর এর অনুষ্ঠানমালায় চাঁদ রাত ১০.৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ ঈদ ম্যগাজিন “ঈদের বাজনা বাজেরে” । খন্দকার ইসমাইল এর উপস্থাপনা ও পরিচালনায় বর্নাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ অনুষ্ঠান । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘ও মন রমজানের ওই রোজার শেষে, এল খুশীর ঈদ’। ঈদের এই গানটিতে অংশ নিয়েছেন সুদূর কানাডা প্রবাসী ভাই বোন বন্ধুরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেণ বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। যিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। প্রিয় শিল্পী চিরসবুজ কুমার বিশ্বজিৎ। আরও সঙ্গীত পরিবেশন করেন আরফিন রুমি ও ঐশি ।
টেলিফিল্ম ‘লাভ স্পীড’
প্রচার- ঈদের আগেরদিন, রাত ১১টা ৫০মিনিট
রচনা- শারমীন চৌধুরী ইফশিতা, পরিচালনা- জি এম সৈকত
এটিএন বাংলায় ঈদের আগেরদিন রাত ১০টা ৫০মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘লাভ স্পীড’। শারমীন চৌধুরী ইফশিতার রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জি এম সৈকত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি, ইসমত আরা লেমন, ঝুনা চৌধুরী, পাভেল, টিয়া, রেশমী প্রমুখ।
রতে গাড়ি চালাচ্ছিল আবির। হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে বউ এর সাজে সজ্জিত একটি মেয়ে। মেয়েটি ধাক্কা খায় তার গাড়ির সাথে। মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় আবির। ডাক্তার আবিরকে জানায় মেয়েটি অন্ধ হয়ে গিয়েছে। আবির মেয়েটিকে নিজের বাসায় নিয়ে আসে। মেয়েটি বলে তার নাম ফাইজা। আর কিছুই মনে নেই তার। দিনের পর দিন ফাইজাকে সুস্থ করে তুলতে থাকে আবির। এক পর্যায়ে আবির আর ফাইজা দুজন দুজনকে ভালবেসে ফেলে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ে উপলক্ষে অনেক শপিং করে দুজনে। বিয়ের আগ মুহুর্তের প্রস্তুতি পর্যন্ত শেষ হয়ে যায়। নিজেদের নতুন ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে দুজনার দিন কাটাতে থাকে। তখনি আবিরের এক ছোটবেলার বন্ধু আসে আবিরের প্রতি নিজের ভালবাসার কথা জানাতে। কিন্তু ফাইজার প্রতি আবিরের ভালবাসা দেখে সে সরে আসে। আবিরের সুখেই নিজের সুখ খুজে নেয় সে। এদিকে বিয়ের আগেই ফাইজার আই অপারেশন সেরে ফেলতে চায় আবির। তখন ফাইজা শর্ত জুড়ে দেয় যে, চোখ খুলে প্রথমেই সে আবিরকে দেখবে। কিন্তু অপারেশন শেষ হলে, চোেখর বাঁধন খোলার পর বদলে যায় সব কিছু।
ঈদের দিন
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু এর টিভি প্রিমিয়ার
প্রচার- ঈদের দিন, বেলা ৩টা ১০মিনিট, পরিচালনা- সাফি উদ্দিন সাফি
এবারের ঈদে টিভি প্রিমিয়ার হচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’। পহেলা বৈশাখ উপলক্ষে গত ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পায় ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এ ছবিটি। এবারের প্রেম কাহিনিতে রয়েছে ক্রিকেটের আবহ। রুম্মান রশীদ খান এবারও কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন। আর নতুন প্রেম কাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মত ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। জয়া অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি। এছাড়াও মৌসুমী হামিদও এ ছবিতে প্রথমবারের মত শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ওমর সানি আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহি সহ আরো অনেকে।
১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’
প্রচার- ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, রাত ৭.৪৫ মিনিট
রচনা ও পরিচালনা- মোহন খান
এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে জনপ্রিয় নির্মাতা মোহন পরিচালিত ১২ পর্বের ধারাবাহিক ‘দু হাতে একগুচ্ছ কষ্ট’। নাটকটি ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৭.৪৫ মিনিটে প্রচারিত হবে। মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, সাকী শেরিফ চৌধুরী, রাকেশ, কাজী উজ্জল এবং আজিজুল হাকিম। সম্পুর্ন ধারাবাহিকটি অস্ট্রেলিয়ার সিডনীর মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে।
নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবে- অস্ট্রেলিয়ার সিডনীতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন কিন্তু জানতেন না তার বউ বিয়ের আগে চার বছল একটা ছেলের সাথে প্রেম করেছিল। এই নিয়ে তাদের সংসারে কোন ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে একদিন সিডনীতে চলে আসে। নানা অজুহাতে সে শাহেদ সাহেবের বাসায় আসার চেষ্টা করে। এক পর্যায়ে শাহেদ সাহেবের খালাতো বোনের সঙ্গে সম্পর্ক করে সরাসরি তার বাসায় এসে হাজির হয় ছেলেটি।
৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’
প্রচার- ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, রাত ৮.১৫ মিনিট
রচনা- ফজলুল সেলিম ও আমানুল হক, পরিচালনা- শামীম জামান।
এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’। নাটকটি ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৮.১৫ মিনিটে প্রচারিত হবে। ফজলুল সেলিম ও আমানুল হক হেলালের রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, সাজু খাদেম, আ. খ. ম. হাসান, প্রাণ রায়, জয়রাজ, ফারহানা মিলি, আলভী, রহমত আলী, আমানুল হক হেলাল, তারেক স্বপন, সেলিনা আফরি প্রমুখ। আমরা প্রায়শই কোন আড্ডায় চুটকীর ঝুলি নিয়ে আড্ডা জমিয়ে তুলি। এমনি প্রচলিত ৬টি চুটকী বা কৌতুক নিয়ে নির্মিত হয়েছে চুটকা ভান্ডারের নাটকগুলো। গল্পগুলো হলো- এক পায়ে খাড়া, আই এগ্রি উইথ ইউ, লাল লিপস্টিক, ফ্রি গানের আসর, অতি চালাকের গলায় দড়ি এবং পিছনের দরজা।
ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মন নীলিমায়’
প্রচার- ঈদের দিন রাত ১০টা ৪৫মিনিটে
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এটিএন বাংলা বরাবরের মতো এ বছরও প্রচার করবে ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে ঈদের দিন রাত ১০টা ৪০মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান ‘মন নীলিমায়’। অনুষ্ঠানে রয়েছে মোট ১৭টি গান।
দেশে এবং প্রবাসের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ১৫ টি অ্যালবামের নির্বাচিত গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। মন সাগরে ভাসি অ্যালবামের তুমি পারো বটে ও শুধু তুমি, মনের না বলা কথা অ্যালবামের অধিকার, মনের যে কথা অ্যালবামের এই তো ছিল ভালো, মনে পড়ে যায় অ্যালবামের দূরে যাবো চলে, মন আমার অ্যালবামের আমার চাঁদের আলো ও তোমার চোখে দু’চোখ রেখে, মন জোনাকী অ্যালবামের ঘড়ি টিকটাক, মন থেকে দূরে নয় অ্যালবামের কিছু কিছু কথা, মনের তুলিতে আকি অ্যালবামের উড়ো মেঘের ডানায়, মনের না বলা কথা অ্যালবামের পোড়া বাঁশি, মনের মতো তুমি অ্যালবামের ঝরো বৃষ্টি ঝরো, মনে আলপনা একেছি অ্যালবামের তুমি শুধু আমারই, মনের যে কথা অ্যালবামের তুমি আছো তাই আমি, মন আমার অ্যালবামের জীবনের পরে যদি, মনের শহর অ্যালবামের তুমি পাশাপাশি চললে এবং মন তরী অ্যালবামের এতো কাছে আসতে নেই্ শিরোনামের গানগুলো স্থান পেয়েছে অনুষ্ঠানটিতে।
ঈদের পরদিন
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আরো ভালবাসবো তোমায়’
প্রচার- ঈদের পরদিন, বেলা ৩টা ১০মিনিট
মোবাইলে কথা বলেই নোলক নামের একজন সাধারণ মেয়ের প্রেমে পড়ে যান সুপারস্টার শাকিব খান। অবশেষে প্রেমের চরম পরীক্ষা দিয়ে বাস্তবে একে অপরের দেখা পান তারা। প্রবীণ অভিনেতা সোহেল রানাকে অভিভাবক করে নোলকদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান শাকিব খান। কিন্তু সিনেমা জগতের মানুষদের সম্পর্কে খারাপ ধারণা থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন নোলকের বাবা। শুরু হয় দুটি অবুঝ মনের ভালোবাসার মধ্যে কষ্টের চরম দ্বন্দ্ব। শাকিব কি পারবে নোলককে তার জীবনসাথী করতে ? এমন কাহিনী নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আরো ভালবাসবো তোমায়’। ছবিটি ১৪ আগস্ট ২০১৫ তারিখে মুক্তি পায়। এ ছায়াছবিটি এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন বেলা ৩টা ১০মিনিটে প্রচার হবে। এস এ হক অলিক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি, সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু প্রমুখ।
বিশেষ নাটক ‘রেশমী’
প্রচার- ঈদের পরদিন, রাত ৮.৫০ মিনিট
রচনা- ইমদাদুল হক মিলন, পরিচালনা- চয়নিকা চৌধুরী।
এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ৮.৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘রেশমী’। ইমদাদুল হক মিলনের রচনায় নাটকটি পরিচালনা করেছে চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, নাদিয়া, মনিরা ইউসুফ মেমী, মেঘলা প্রমুখ।
জ্যাকি বাসায় পা ভেঙ্গে পড়ে আছে। কয়দিন পর তার নতুন জায়গায় জয়েন করার কথা। তেমনি এক সকালে বাসায় আসে গ্রামের মতি মাষ্টারের মেয়ে রেশমি। খুব অল্প সময়ের মধ্যেই রেশমির সাথে সখ্যতা হয় জ্যাকির বড় বোনের। ঘরবন্দী জীবনে রেশমীর সাথে কথা বলে অনেকটা সময় কাটে জ্যাকির। একটু ভালো লাগা তৈরি হয়। রেশমি সব কিছু ভালো লাগে জ্যাকির। এভাবেই মজার মজার ঘটনা মাধ্যমে তাদের ভালোবাসার জন্ম হয়। নিজের ভালোবাসাতে চুড়ান্ত রূপ দিতে বিয়ের সিদ্ধান্ত নেয় জ্যাকি। বিয়ের কথা বলেও ফেলে। কিন্তু তখনই আসল সত্য প্রকাশিত হয়। শুরু হয় নাটকীয়তা।
বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আতিফ আসলাম নাইট’
প্রচার- ঈদের পরের দিন, রাত ১০টা ৪৫মিনিট
পরিচালনা- মুকাদ্দেম বাবু।
এটিএন বাংলায় ঈদ উল ফিতর এর বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরের দিন রাত ১০টা ৪৫মিনিটে প্রচার হবে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম এর অংশগ্রহনে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’। অনুষ্ঠানে আতিফ আসলাম ছাড়াও থাকবে আকৃতি কাক্কার, মমতা শর্মা ও সাব্বির খান এর কন্ঠে জনপ্রিয় সব গান। অনুষ্ঠানের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আরাহা হু মে’, ‘জুদা হোকে ভি’, ‘দূরি সাহি যায়ে না’, ‘পেহলি নজর মে’, ‘জিনে লাগা হু’, ‘তু জানে না’, পিয়া ওরে পিয়া’, ‘হোনা থা পেয়ার’, ‘লাবো কো’ ইত্যাদি। হিন্দি এসব গানের পাশাপাশি মমতা শর্মার কন্ঠে থাকবে জনপ্রিয় বাংলা গান।
ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ধন্যবাদ’
প্রচার- ঈদের পরের দিন রাত ১১টা ৫০ মিনিট
পরিচালনা- নাহিদ রহমান ও লবী রহমান
ভিন্ন স্বাদের আয়োজন নিয়ে প্রতি বছরই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হয় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ’। এবারের ঈদেও প্রচার হবে অনুষ্ঠানটি। পাঁচটি সেগমেন্টে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, নাচ, গান এবং দুইটি আড্ডা। দুটি আড্ডারই বিষয় বেশ মজাদার। প্রথম আড্ডায় অংশগ্রহন করেছেন সুমন পাটওয়ারী, তুষার খান এবং আনন্দ। বিভিন্ন বিষয় নিয়ে মজা করার পাশাপাশি শাড়ি পড়ে তিনজনই হাজির হবেন দর্শকদের সামনে। অন্য আড্ডায় থাকবেন শিরিন বকুল, বিপ্লব সাহা, চাঁদনী এবং কামরুল।
ঈদের তৃতীয়দিন
বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস’
প্রচার- ঈদের তৃতীয়দিন, রাত ৮টা ৫০ মিনিট
রচনা- আহসান আলমগীর, পরিচালনা- মজিবুল হক খোকন
এটিএন বাংলায় ঈদ উল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয়দিন, রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস’। আহসান আলমগীর এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নওশীন, আলীরাজ, অঞ্জলী, সাথী প্রমুখ।
কর্ম সুত্রেই জারার সাথে আনিন্দ্যর পরিচয়। আনিন্দ্য জারার কাছে বলেছে, সে ছোটলোয় হারিয়ে গিয়েছিলো। বড় হয়েছে আশ্রমে। অনেক কষ্ট তার জীবনে। আন্দির প্রতি জারার অন্য রকম মায়া জম্মে গেছে। আনিন্দ্য’র কর্মকান্ডে জারা এতটাই মুগ্ধ হয়েছে যে হুট করে সে আনিন্দ্যকে বিয়েও করে ফেলে। একদিন আনিন্দ্যর বিজনেসের প্রয়োজনে টাকা দরকার। জারা নিজ অফিস থেকে পাঁচ লক্ষ টাকা তুলে দেয় আনিন্দ্যকে। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই আনিন্দ্য উধাও। এরপর শুরু হয় নাটকীয়তা।
মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘আমি ভালবাসি’
প্রচার- ঈদের তৃতীয় দিন, রাত ১০টা ৪৫মিনিট
ঈদ উল ফিতর উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এই অনুষ্ঠানমালায় প্রচার হবে ছোটদের অনুষ্ঠান, ম্যাগাজিন, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটক, খন্ড নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্র। এরই অংশ হিসেবে ঈদের তৃতীয় দিন প্রচার হবে শিল্পী মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ’আমি ভালবাসি’। এবারের ঈদে বাজারে আসছে মারিয়া শিমুর নতুন অ্যালবাম ‘আমি ভালবাসি’। অ্যালবামের গানের কথা লিখেছেন মোহাম্মদ ইকবাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ।
ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সাঁকো’
প্রচার- ঈদের ৩য় দিন রাত ১১.৫০ মিনিটে
রচনা- লিটু সাখাওয়াত, পরিচালনা- সকাল আহমেদ
এটিএন বাংলায় ঈদের ৩য় দিন রাত ১১.৫০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সাঁকো’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলিন, রিচি সোলায়মান, আরফান আহমেদ, তমা, নান্নু প্রমুখ।
গ্রামে একজন পাগল আছে। যার নাম ব্যাংক পাগল। তার কাজ হচ্ছে, গ্রামে যাদের মোবাইল ফোন আছে তাদের কাছে একটি করে মাটির ব্যাংক পৌঁছে দেয়া এবং প্রতিদিন তারা এক টাকার কম কথা বলে সেই টাকাটা ব্যাংকে ফেললো কি না তার তদারকি করা। কিন্তু কেন সে এই কাজটি করছে তা কাউকে খুলে বলেনা। শুধু আকাশের দিকে আঙুল উঁচিয়ে বলে উপর থেকে ইশারা হলেই সে জানাবে।