বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগামী ঈদ ঊল ফিতর উপলক্ষে MY TV তে ঈদের আগের দিন ও ঈদের দিন রাত ১০ টা ২০ মিনিটে প্রচারিত হবে মিউজিক্যাল সেলিব্রেটি শো –মিউজিক ড্রিম । উপস্থাপনা পরিকল্পনা ও পরিচালনায় – জি এস খান প্রবাল !
অনুষ্ঠানটির শিল্পীরা হচ্ছে-
গানেঃ দিনাত জাহান মুন্নি, কণা, আরেফিন রুমি, ইমরান, পরশি, বেলাল খান, মুক্তা সারোয়ার, বাপ্পি নাচেঃ চাঁদনি, সামিয়া, রাইসা, চিত্র নায়িকা শিরিন শিলা, রাহা তানহা। কোরিওগ্রাফিতে ; ইভান শাহরিআর সোহাগ,
অনুষ্ঠান সহযোগিতায়ঃ আব্দুস শহিদ বাবুল, জ,ই,বুলবুল, রিয়াদুল ইসলাম রুবেল, জুনায়েত ও জহির ।